• জাতীয়

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পোশাক শ্রমিকদের দক্ষতার ভিত্তি উন্নয়ন ও উচ্চ দক্ষতা অর্জনের জন্য সরকারকে অনুরোধ

  • জাতীয়
  • ১৩ অক্টোবর, ২০২১ ১০:৪৩:২৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পোশাক শ্রমিকদের দক্ষতার ভিত্তির উন্নয়ন ও উচ্চ দক্ষতা অর্জনের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ ১২ অক্টোবর (মঙ্গলবার) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মোঃ এহছানে এলাহী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন। 

তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের কল্যাণ এবং দক্ষতা উন্নয়নসহ পোশাকখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ তৈরি পোশাক খাতে দক্ষতা উন্নয়ন কর্মসূচীগুলো চালাতে সহযোগিতা প্রদান করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

তারা বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের কারনে বৈশ্বিক পোশাক শিল্পে সৃষ্ট পরিবর্তনশীল প্রবনতার সাথে তাল মিলিয়ে চলার জন্য পোশাক শ্রমিক ও
কর্মচারীদের দক্ষতার ভিত্তি উন্নয়ন, উচ্চ দক্ষতা অর্জন এবং প্রশিক্ষন প্রদানের বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ সভাপতি শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় তহবিল কিভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে, তার উপায় খুঁজে বের করার
জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়কে অনুরোধ জানান।

বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মিরান আলীও এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo