• লাইফস্টাইল

পূজায় পোশাকের সঙ্গে মানানসই সাজ

  • লাইফস্টাইল
  • ১২ অক্টোবর, ২০২১ ১১:২৯:৫৭

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ পূজার ক'টা দিন সনাতন ধর্মাবলম্বী নারীদের সাজে থাকে একটু বাড়তি যত্ন। এই পাঁচ ছয় দিন একেক পোশাকের সঙ্গে মানিয়ে একেক রকম সাজ।  শাড়ির সঙ্গে যেমন ভারী মেকআপ ছাড়া ভালো লাগে না তেমনি কুর্তির সঙ্গে ভারী মেকআপ বেমানান। তাই জেনে রাখুন কোন পোশাকের সঙ্গে কেমন সাজ মানানসই।  

                                                                                               

 পূজায় এবার যদি আপনি শাড়ি বেছে নেন তাহলে মেকআপ করুন মনের মতো। ফাউন্টেশন ব্যবহার করতে পারেন। এছাড়াও চোখের সাজে একটু বাড়তি নজর দিন।  ভারী মেকআপের সঙ্গে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। এতে করে আপনাকে দেখাবে আরো বেশি প্রাণবন্ত এবং সুন্দর। চাইলে খোপা করে গাঁজরা পরতে পারেন।  শাড়ির সঙ্গে বেশ মানিয়ে যায় এই হেয়ার স্টাইলটি। হাত ভর্তি চুড়ি পরতে ভুলবেন না একেবারেই। 

                                                                                  

একটু গাঢ় সাজ পছন্দ করে সবাই। বিশেষ করে এদিন বেনারসি, সিল্ক, কাতানের মতো ভারী শাড়ি পরতে পারেন। অষ্টমীতে দিনে হালকা আর রাতে ভারী সাজা হয়। রাতের সাজের আগে মুখে টোনার ব্যবহার করুন। এরপর একে একে ফাউন্ডেশন, ফেস পাউডার ও ব্লাশন লাগান। চোখের সাজের ক্ষেত্রে উজ্জ্বল রঙের আইশ্যাডো বা আইলাইনার ব্যবহার করুন।সবশেষ পছন্দমতো লিপস্টিক দিয়ে সাজ সম্পন্ন করুন। এখন অনেকেই চুল কার্ল করে খোলা রাখেন। চাইলে খোঁপাও করতে পারেন। সঙ্গে হাতে চুড়ি, পায়ে আলতা ও কপালে টিপ পরুন।  

মডেলঃ লারা লোটাস 
ছবিঃ এস এ শাহজালাল 

মন্তব্য ( ০)





  • company_logo