• রাজনীতি

স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: বাহাউদ্দিন নাছিম

  • রাজনীতি
  • ০৬ অক্টোবর, ২০২১ ১৮:০৩:৩৯

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও প্রতিদিন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী শক্তি যতদিন সোচ্চার থাকবে, আওয়ামীলীগের সংগ্রাম ততদিন চলবে। বঙ্গবন্ধুর হত্যাকারী যতদিন থাকবে, খুনিদের দেহে রক্ত বইবে, সাম্প্রদায়িক শক্তি টিকে থাকবে, আমরা ততদিন সংগ্রাম চালিয়ে যাবো। অপরাজনীতির বিরুদ্ধে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বুধবার (০৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এমকেএম আফজালুর রহমান বাবু। জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ঝিনাইদহ সাইদুল করিম মিন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ডা. গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যডঃনজরুল ইসলাম উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয় ।

মন্তব্য ( ০)





  • company_logo