• স্বাস্থ্য

সেন্টমার্টিন যেন চিকিৎসক শূন্য না থাকেঃ স্বাস্থ্য বিভাগের ডিজি

  • স্বাস্থ্য
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৮:৩৭

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ উপজেলার  স্বাস্থ্য কর্মকাণ্ড দেশের জন্য একটা মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে  আখ্যায়িত করে স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, "দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতে চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্হা নেওয়া হয়েছে এবং দ্রত সেন্টমার্টিনে টেলি-মেডিসিন সেবা চালু করা হবে। " 

১৮ সেপ্টেম্বর শনিবার  বেলা আড়াই টার  দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের মিটিং রুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  স্বাহা বিভাগের মহাপরিচালক (ডিজি ) অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ছাড়াও অন্যান্যদের মধ্যে এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( সিডিসি) অধ্যাপক মো: নাজমুল ইসলাম, 

পরিচালক ( এমআইএস ) মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  (ঢামেক) গাইনী এন্ড অপ্স বিভাগের অধ্যাপক ডাঃ ফাতেমা রহমান,  জনসংযোগ কর্মকর্তা মো: আককাস আলী শেখ,  কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, টেকনাফ হাসপাতালের ডাক্তার প্রনয় রুদ্র, ডাক্তার এনামুল হক প্রমুখসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় উপজেলায় স্বাস্থ্য বিভাগের চিত্র ও ডকুমেন্টারি উপস্থাপন করেন ডাঃ আহনাফ আহমেদ চৌধুরী।  টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: টিটু চন্দ্র শীলের নেতৃত্বে টেকনাফ স্বাস্থ্য বিভাগ দেশের একটি মডেল হতে পারে এমন প্রসংশা করে স্বাস্থ্য বিভাগের ডিজি বলেন,

" এই এলাকার স্বাস্থ্য ব্যবস্হার উন্নয়নের পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতে চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্হা নেওয়া হয়েছে এবং দ্রত সেন্টমার্টিনে টেলি-মেডিসিন সেবা চালু করা হবে। " 

এ ছাড়া টেকনাফ হাসপাতালের জন্য বরাদ্দকৃত আরো একটি এমব্যুলেন্স দ্রুত নিয়ে আসার জন্য নির্দেশনা দেন তিনি।  স্বাস্থ্যের ডিজি টেকনাফ হাসপাতালের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন, রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।  এর আগে তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ায় আন্তর্জাতিক রেডক্রস পরিচালিত উপ- স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। 

 

মন্তব্য ( ০)





  • company_logo