• অর্থনীতি
  • লিড নিউজ

আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে: টিপু মুনশি

  • অর্থনীতি
  • লিড নিউজ
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:০৪:১৮

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো:  স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন আন্তর্জাতিক বাজারে তেল, চিনির দাম বেড়ে গেছে এ কারণে বাংলাদেশ প্রভাব পড়ছে।বাজার নিয়ন্ত্রণ রাখতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মনিটরিং করছেন।অতি দ্রুত এর সমাধান হবে।তিনি আরও বলেন মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করছেন।তাদের স্মৃতিতে বই উন্মোচন করা হলে এই অনুষ্ঠানে থাকতে পেয়ে ভালো লাগছে। 

আজ দুপুরে রংপুর নগরীর টাউন হল মিলনায়তনে স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মুক্তিযোদ্ধাদের নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু মুনশি এমপি।এসময় বক্তারা বলেন আগামী দশ বছর পর মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া যাবে না।কারণ একে একে মুক্তিযোদ্ধারা সবাই মৃত্যুবরণ করছে।আর ২০বছর পর আজকের প্রজন্মরা মুক্তিযোদ্ধাদের কখা ভুলে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা:আবদুল আলীম মাহমুদ,জেলা প্রশাসক আসিব আহসান,জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন,সাধারন সম্পাদক এ্যাড:রেজাউল করিম রাজু,মহানগর সভাপতি সাফিউর রহমান সফি,সাধারন সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল ও জেলা ছাত্রলীগ,রংপুর জেলার মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা।

মন্তব্য ( ০)





  • company_logo