• জাতীয়

মেঘ, রোদের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে আজ

  • জাতীয়
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৩:৫৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার আকাশে আজ সারাদিন মেঘের সঙ্গে রোদের দেখা মিলতে পারে। মাঝে মাঝে নামতে পারে বৃষ্টি। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব বেশি পার্থক্য দেখা যাবে না তাপমাত্রায়।

শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে রোদের দেখাও পাওয়া যাবে।

আবহাওয়া অফিস জানায়- খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য ( ০)





  • company_logo