• সমগ্র বাংলা

টাঙ্গাইলে কৃতি ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা প্রদান

  • সমগ্র বাংলা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৪:৪৮

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে কৃতি ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা দেয়া হয়েছে। ওই কৃতি ছাত্রী ১০ বছরের শিক্ষা জীবনে ২০১৯ সালে প্রেসিডেন্ট'স এ্যাওয়ার্ড সহ ১১ টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। টাঙ্গাইলের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নৈঋতা হালদার। সে এবারের এসএসসি পরীক্ষার্থী। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই কৃতি ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জিত কুমার রায় (বিপিএম)। প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, নৈঋতার মা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক চিনু রানী বিশ্বাস। সম্মাননা পেয়ে নৈঋতা হালদার আবেগময় অনুভূতি প্রকাশ করে। সে সবার কাছে তার ভবিষ্যত জীবনের জন্য দেয়া চায়। পরে উপস্থিত অতিথিগণ নৈঋতা হালদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।

মন্তব্য ( ০)





  • company_logo