• কূটনৈতিক সংবাদ

মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি দূত আবিদা ইসলামের পরিচয়পত্র পেশ

  • কূটনৈতিক সংবাদ
  • ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২১:১৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।  বুধবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত আবিদা ফেসবুকে জানান, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মেক্সিকোর ন্যাশনাল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।

মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম গত ২৪ আগস্ট দেশটির বাংলাদেশ মিশনে যোগ দেন। গত ১ জুলাই এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মেক্সিকোতে নিযুক্ত হওয়ার পর সমদূরবর্তী দায়িত্ব হিসেবে আবিদা ইসলাম কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম মেক্সিকোর রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo