• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৬:২২

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাঁপাইর ইউনিয়নের আষারিয়া বিল থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে  নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না  জাল জব্দ করা হয়েছে।  অভিযানে ১২০  ফুট দৈর্ঘ্যের ২৬ টি চায়না জাল  এবং ২৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা  হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার এ এস আই মোঃ মামুন, উপজেলা ক্ষেত্র সহকারী মুসলেউদ্দিন, উপজেলা ক্ষেত্র সহকারী জিয়াউর রহমান, মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর জুয়েল রানাসহ কালিয়াকৈর থানা পুলিশ। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে  জানা যায়, অভিযানে প্রায় পৌনে দুই লাখ টাকার নিষিদ্ধ  জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলা মৎস্য কার্যালয়ে নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে  সাজ্জাদ এর উপস্থিতিতে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে  নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo