• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও শিক্ষা উপকরণ বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৬:০২

ছবিঃ সিএনআই

লালমনিরহাট  প্রতিনিধিঃ সরকারী ঘোষণা মোতাবেক  এক বছর ছয় মাস পর খুললো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তাপূষ্ট জেন্ডার রেসপন্সিভ ইনক্লুসিভ এডুকেশন প্রজেক্ট এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সার্বিকভাবে সহায়তা করে আসছে।শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা ও শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার স্কুল রি-ওপেনিং দিবস উদযাপন করা হয় এবং শিশুদেরকে বিদ্যালয়ে স্বাগত জানানো হয়।স্কুল রি-ওপেনিং ডে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে  হাতীবান্ধা উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয় ও  হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিএম কলেজে  প্রায় ২৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ (খাতা, কলম, রং পেন্সিল ও মাস্ক) বিতরণ করা হয় এবং কোভিড-১৯ সম্পর্কে স্বাস্থ্যবিধির উপর আলোচনা করা হয়।

 বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কুল রি-ওপেনিং ডে ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে   উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে  বিতরণ করেন  , এসময় প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান সহ ইউআরসি ইন্সট্রাক্টর আবু বকর সিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম তাজিবর রহমান ও ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন ।বিদ্যালয়ে এসে শিক্ষা উপকরণ ও মাস্ক পেয়ে আনন্দে আপ্লুত হয় শিক্ষার্থীরা এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারবে বলে খুশিতে মেতে ওঠে। এখন থেকে শিক্ষার্থীদের মনে থাকলো না আর কোন সংশয়। তারা এগিয়ে যেতে চায় জীবনের অভিষ্ট লক্ষ্যে। 

মন্তব্য ( ০)





  • company_logo