• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৭ আগস্ট, ২০২১ ১০:২৫:২৫

ছবিঃ সিএনআই

মোহাম্মদ তারেক, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ দেশের দক্ষিন সীমান্ত থেকে উৎপাদন এবং আমদানি হলেও মাদক পাচারের প্রধান সড়ক এবং গেইট হিসেবে ব্যবহার হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। প্রতিনিয়ত ইয়াবার বড় বড় চালান ও নতুন নতুন মাদকের সন্ধান মিলে বন্দর নগরী চট্টগ্রামে। এবার ৯৭ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম, র‌্যাব-৭, জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ আগস্ট, ২০২১ ইং তারিখ ১২ঃ০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন লতিফপুর এলাকার জনৈক সুমনের তেলের দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী পরিমল চন্দ্র দেবনাথ (৩৮), পিতা-অমূল্য কুমার দেবনাথ, সাং-শুকচাইল, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয় এবং উক্ত মোটরসাইকেলটি (নম্বর বিহীন) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা। 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo