• আন্তর্জাতিক

এবার ৩০০ ফুট ধুলার দেয়ালে ঢাকা পড়ল চীনা শহর! 

  • আন্তর্জাতিক
  • ২৭ জুলাই, ২০২১ ১৬:০৮:১৩

ছবিঃ সংগৃহীত

আর্জাতিকন্ত ডেস্কঃ চীনের একটি গোটা শহরকে যেন মেঘের মতো ঢেকে রেখেছে ধুলার দেয়াল। যেদিকেই তাকাই, দেখা যাচ্ছে ধুলা আর ধুলা।

সম্প্রতি চীনের উত্তর-পশ্চিম প্রান্তের ছোট শহর ডুনহুয়াংয়ে ঘটেছে এ ঘটনা। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ধুলার দেয়ালের এই দৃশ্য অবাক করেছে নেটিজিয়ানদেরও।খবর বিবিসির।

ডুনহুয়াং শহরের পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার বিকাল ৩টার দিকে বিশালাকার ধুলার আস্তরণে ঢেকে যেতে শুরু করে শহর। শহরের সর্বত্রজুড়ে ছিল ওই ধুলার মেঘ। যার গড় উচ্চতা ৩০০ ফুটেরও বেশি ছিল।

ধুলার মেঘের জেরে দৃষ্টিসীমা কমে যেতে থাকে। ২০ ফুট দূরে থাকা জিনিসও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না।

দুর্ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ওই ধুলার ঝড় শেষ না হওয়া পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তাঘাটই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

গোবি মরুভূমির কাছেই অবস্থিত চীনের ওই শহর। ওই মরুভূমির ধুলাঝড়েই চীনা শহরের অবস্থা এ রকম করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই ধুলাঝড়ের কারণে ওই শহরের বাতাসের মানের ব্যাপক অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

মন্তব্য ( ০)





  • company_logo