• সমগ্র বাংলা

কুমিল্লায় এবার সোয়া ৯ কোটি টাকার মাদক ধ্বংস

  • সমগ্র বাংলা
  • ২৬ জুলাই, ২০২১ ১৭:৪৯:০১

ছবিঃ সংগৃহীত

নিজউ ডেস্কঃ কুমিল্লার বিভিন্ন সীমান্তে গত ১০ মাসে জব্দকৃত ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা কোটবাড়ীস্থ বিজিবি ১০ ব্যাটালিয়নের সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিওন কমান্ডার মো. তৌহিদুল ইসলাম পিবিজিএম।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল- ৮০ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৭১ হাজার ৫১৩ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩৫০ কেজি গাঁজা, ১৮ হাজার ৮৯ বোতল মদ, ১ হাজার ৬৭৫ ক্যান বিয়ার, ২ লাখ ৯৬ হাজার ৪২০টি অবৈধ ট্যাবলেট, ২ হাজার ১৮ বোতল ইস্কাপ সিরাপ, ৫ হাজার ৯৮০ টি টার্গেট এবং স্যানেগ্রা।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহেম্মদ, কুমিল্লা সেক্টর সদর দপ্তরের কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।

আরও উপস্থিত ছিলেন- ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী, উপ অধিনায়ক মেজর রেজাউর রহমান, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ইমরুল হাসান, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিমউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo