• সমগ্র বাংলা

এক পাঙ্গাশের দাম ১৯ হাজার টাকা!

  • সমগ্র বাংলা
  • ২৬ জুলাই, ২০২১ ১৬:৩৪:৪৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলে শাহিন শেখের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। সোমবার (২৬ জুলাই) ভোরে অন্তরমোড় এলাকায় মাছটি ধরা প‌ড়ে।

জেলে শাহিন শেখ মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। এ সময় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে শাহজাহান শেখ মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, এখন প্রায় প্রতিদিনই পদ্মায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু বড় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছের অনেক চাহিদা। তাই দৌলতদিয়া ঘাটে যারা বড় বড় মাছ বিক্রি করতে আসে প্রায়ই মাছ আমি কিনি। পরে লাভে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, সামনে ভরা বর্ষা মৌসুমে আরও বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দেশীয় প্রজাতির বড় মাছ পাওয়া এ অঞ্চলের মানুষের জন্য বড় সুখবর। তবে স্থানীয়ভাবে এ ধরনের মাছ রক্ষার ব্যবস্থা করতে পারলে সবাই আরও বেশি উপকৃত হতো।

মন্তব্য ( ০)





  • company_logo