• সমগ্র বাংলা

দারুল ইহসানের পক্ষ থেকে কোরবানির গোস্ত বিতরণ

  • সমগ্র বাংলা
  • ২৬ জুলাই, ২০২১ ১৫:৫৮:৫৩

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ইংল্যান্ড জালালীয়া জামে মসজিদের সাবেক খতিব,  পীরে কামেল আল্লামা ড. মুফতি লোকমান ফারুকী (রঃ) প্রতিষ্ঠিত, দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্ট সাতকানিয়ার উদ্যোগে কোরবানির গরুর গোস্ত ও চাউল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহার ৩ দিন ব্যাপি, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, মহেষখালী, কুমিল্লা বরিশালসহ বিভিন্ন এলাকায়  ট্রাস্টের পক্ষ থেকে ১৭ টি গরু ও ৩২ টি ছাগল ইংল্যান্ড প্রবাসীদের পক্ষ থেকে কোরবানি করে গরীব-দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্তা ও এতিম পরিবারের মাঝে গোস্ত  বিতরণ করা হয়।

দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্ট এর রেক্টর আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে কাঞ্চনা দারুল ইহসান ইসলামিক সেন্টার  ট্রাস্ট পরিচালনাধীন  মহিলা মাদরাসার ময়দানে প্রতিবছরের ন্যায়  গোস্ত ও চাউল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা, পীরে ত্বরিকত, শাহ মাওঃ মুহাম্মদ মোজহেরুল কাদের ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, দারুল ইহসান ধোপাছড়ি শাখার প্রতিষ্ঠাতা কবি এম এ হাফিজ,  দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন, সমাজ সেবক, ফরিদুল ইসলাম,  মাওলানা মিসবাহুল ইসলাম, চন্দনাইশের রংধনু সংগঠনের সভাপতি মো. হামিদুর রহমান সাকিল প্রমুখ। প্রতিটি গোস্ত বিতরণকৃত এলাকায় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দেশ, জাতী ও বিশ্ববাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo