• রাজনীতি

বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও ঈদ উপহার দিলেন মহিলা এমপি

  • রাজনীতি
  • ১১ জুলাই, ২০২১ ১৮:৩২:৫৮

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : চলমান লকডাউনে কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন জামালপুর ও শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা। গতকাল রোববার ও শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা,চিনাডুলী , কুলকান্দি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী ৬শতাধিক, পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ি ও পৌর শহরের পোদ্দাপাড়া এলাকার ৩শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে
ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪০০প্যাকেট চাল ও মহিলা এমপির নিজস্ব অর্থয়ানে ৫০০ প্যাকেট চাল, ডাল, আলু, সেমাই, চিনি, মিল্কভিটা দুধসহ এই ত্রাণ সামগ্রী জনপ্রতি পরিবারের হাতে তুলে দেন।

এসময় এমপি হোসনে আরা বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমপি বানিয়েছেন মানুষের সেবার কাজ করার জন্য, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৪শত ও আমার নিজের উদ্যোগে ৫শতসহ ৯শত খাদ্য প্যাকেট নিয়ে করোনা দুর্যোগকালীন সময়ে আমি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি’।

মন্তব্য ( ০)





  • company_logo