• সমগ্র বাংলা

ফরিদপুরে করোনাকালীন সময়ে বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ শাকসবজি বিক্রয় কর্মসূচি শুরু 

  • সমগ্র বাংলা
  • ২৪ জুন, ২০২১ ১৫:০৬:০৯

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ  ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর নির্দেশনায় ফরিদপুর পৌরসভার সাতাশটি ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে  শুরু হয়েছে করোনাকালীন সময়ে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ শাকসবজির বিক্রির কার্যক্রম । প্রতিটি ওয়ার্ডে একজন বিক্রেতা ভ্যানে করে বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি করে করছে ।  
 মহামারী করোনা বৃদ্ধির  কারণে বিভিন্ন ওয়ার্ডের  লোকজন  ভ্রাম্যমান ভ্যান  দোকান থেকে শাকসবজি সংগ্রহ করছেন। ভ্রাম্যমান ভ্যান বিক্রেতারা জানান, প্রয়োজনে ক্রেতারা ফোন দিলে  তারা হোম ডেলিভারির মাধ্যমে তাদের বাড়িতে গিয়ে এসকল পণ্য পৌঁছে দেয়া হবে।  

 ভ্রাম্যমাণ ভ্যানে  বেগুন, ঢেঁড়শ, কাঁচা মরিচ, কলা, পটল ,কুমড়ো, ধুন্দল, পুঁইশাক ও ডাটা শাক ইত্যাদি  পন্য বিক্রয় করা হচ্ছে। ভ্রাম্যমান ভ্যান বিক্রেতারা আরো জানান করোনাকালীন সময়ে যতদিন লকডাউন থাকবে  ততোদিন তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এই কার্যক্রমের আয়োজন করেছেন ফরিদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের  নাগরিক কমিটির সদস্যরা ।  

মন্তব্য ( ০)





  • company_logo