• জাতীয়

এবার বাহরাইন প্রবাসীদের এনওসি না দেয়ার অভিযোগ!

  • জাতীয়
  • ২৪ জুন, ২০২১ ১৪:৪৪:৫৭

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে প্রায় এক সপ্তাহেও বাহরাইন প্রবাসীদের এনওসি বা নন অবজেকশন সার্টিফিকেট দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এনওসির দাবিতে পল্টনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করার চেষ্টা করেন ৪০-৫০ জন বাহরাইন প্রবাসী। তবে পুলিশি বাধায় তারা বিক্ষোভ করতে পারেননি।

কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী ওমর ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে একটা এনওসির জন্য আমরা ঘুরছি। আমাদের অনেকের ভিসার মেয়াদ শেষের পথে, টিকিটের মেয়াদ শেষের পথে। আমরা দ্রুত এনওসি চাই।’

তিনি বলেন, ‘এনওসি পেপার না হলে আমরা এয়ারপোর্ট পার হতে পারবো না। দিবো, দিচ্ছি বলে আমাদের ঘোরাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

ওমর ফারুক আরও বলেন, ‘পুলিশ আমাদের আশ্বস্ত করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তাদের দ্রুতই এনওসি দেয়া হবে।’

আরেক বাহরাইন প্রবাসী রফিকুল ইসলাম বলেন, ‘২৭ তারিখ আমার টিকিট কাটা আছে। সেদিন না যেতে পারলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। টিকিট হয়ে আছে। এনওসির পেপারটা পেলে আমরা গালফ এয়ারলাইন্সের অফিসে সেটা জমা দিয়ে টিকিট কনফার্ম করতে পারবো। ২০ তারিখ থেকে আমি ইমেইল করছি। কিন্তু মন্ত্রণালয় আমাদের আমাদের কোনো জবাব দিচ্ছে না।’

তিনি বলেন, ‘এখন এনওসি না পেলে আমার টিকিটের টাকা মাটি হবে। সেখান গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে, সেটার অগ্রিম টাকা পাঠাতে হবে। কিন্তু কাগজ টা না পাওয়ায় টাকা পাঠাতে পারছি না।’

রফিকুল আরও বলেন, ‘পুলিশ বলেছে, আমাদের দুপুর পর্যন্ত অপেক্ষা করার জন্য। শিগগিরই পেপার দেয়া হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য বাশার বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে আমাদের জানিয়েছে। আমরা প্রবাসীদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছি।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলামকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo