• সমগ্র বাংলা

কটিয়াদীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা

  • সমগ্র বাংলা
  • ২৪ জুন, ২০২১ ১৩:০৫:৫৮

ছবিঃ সিএনআই

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্যবিধি না মানায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।আজ সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে কটিয়াদী পৌরসভা ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায় ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১২ জনের কাছ থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি সবাইকে এই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন ভ্রাম্যমাণ আদালত।সঠিক নিয়মে মাস্ক পরতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনাকালে বাড়ীর বাইরে বের হলে অবশ্যই যেন মাস্ক পরিধান করে এই বিষয়গুলো সম্পর্কে জনগনকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কটিয়াদী উপজেলা প্রশাসন। এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানান, করোনা মহামারীর বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

মন্তব্য ( ০)





  • company_logo