• সমগ্র বাংলা
  • লিড নিউজ

লোহাগাড়ায় ট্রাফিক সার্জেন্টের উপর হামলা, আটক ৩ 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৩ জুন, ২০২১ ১৯:০৮:১১

প্রতীকী ছবি

শাহজাদা মিনহাজ লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক পুলিশ সার্জেন্টের উপর হামলায় মামলার ৩ দুষ্কৃতিকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, লোহাগাড়া সওদাগর পাড়ার আবুল কাশেমের পুত্র আরিফ(২৭), বরগুরা উত্তর তত্তাবুনিয়া হলদিয়া গ্রামের সৈয়দ জাকের হোসেনের  পুত্র ট্রাক চালক মাজহারুল ইসলাম (২৫), আধুনগর কাজী পাড়ার আনোয়ার হোসেনের পুত্র সরওয়ার কামাল রণি,  সম্প্রতি গত মঙ্গলবার দুপুরে বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।  মামলার সূত্র মতে, সার্জেন্ট মাহমুদুল ইসলাম মঙ্গলবার দুপুর মোটর ষ্টেশনে যাটজট নিরসনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রো-ট ১৬-৭৮৮৪ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জনসাধারণের দূর্ভোগের যাটজট  সমাধান করতে গেলে গ্যাং ষ্টাইলে তার উপর হামলা চালায়। এ সময় সার্জেন্ট থানার অফিসার ইনর্চাজককে অবহিত করলে ডিউটিরত অফিসার এসআই শামসুদ্দৌহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে আটক করে। সরকারী কাজে বাধা দেওয়ায় সার্জেন্ট মাহমুদুল ইসলাম তাদের বিরুদ্ধে বাদী হয় মামলা করেন। 

এ  বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনর্চাজ জাকের হোসাইন মাহমুদ জানান, সরকারী কাজে বাধা কোন মতেই কাম্য নয়। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo