• প্রশাসন

ডিজিটালাইজ হবার পথে একধাপ এগুলো নীলফামারী ট্রাফিক বিভাগ

  • প্রশাসন
  • ২৩ জুন, ২০২১ ১৫:২৪:৪৫

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ডিজিটালাইজ হবার পথে একধাপ এগুলো নীলফামারী ট্রাফিক বিভাগ। সনাতন পদ্ধতির বদলে এখন থেকে ট্রা্ধসিঢ়;ফক বিভাগের যে কোন মামলা হবে ডিজিটাল পদ্ধতিতে। পাশাপাশি আওতায় আসা বিভিন্ন যানবাহন ও চালক ডিজিটাল পদ্ধতিতে জরিমানার অর্থ জমা দিতে পারবেন। (২৩জুন) বুধবার দুপুরে ভার্চুয়ালী “ই-ট্রাফিকিং প্রসিকিউশন” সিস্টেমের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য় বিপিএম।

নীলফামারী পুলিশ সুপারের সম্মেলণ কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শাহজাহান চৌধুরী, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার এ সময় উপস্থিত ছিলেন।

পরে শহরের স্বাধীনতা স্মৃতি  স্তম্ভ চত্বরে পরীক্ষামূলকভাবে হেলমেটবিহীন এক মোটরসাইকেল চালককে ডিজিটাল মেশিনের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তিনি “উপায় ক্যাশ” এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করেন।

মন্তব্য ( ০)





  • company_logo