• সমগ্র বাংলা
  • লিড নিউজ

পাটুরিয়া-দৌলতদিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বাস পারাপার!

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২২ জুন, ২০২১ ১১:৩২:৫০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে মানিকগঞ্জসহ সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে সরকারি নির্দেশনা অমান্য করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে দূরপাল্লার যাত্রীবাহী বাস পারাপার করেছে পাটুরিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুন) সকালে পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই পণ্যবাহী ট্রাকের সঙ্গে দূরপাল্লার যাত্রবাহী বাস পারাপার হয়। পাটুরিয়া ঘাটে পৌঁছার পর বাসগুলো রাজধানীর পথে রওনা হয়। বাস ছাড়াও পারাপার হচ্ছে যাত্রী। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যায় খুবই কম। 

এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাট থেকে কোনো যাত্রীবাহী বাস পার করা হচ্ছে না। তবে দৌলতদিয়া প্রান্তে আটকে থাকা দূরপাল্লার কিছু বাস পারাপার করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। 

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের সাত জেলায় কঠোর লকডাউন ও বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ জুন) সকাল ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo