• অপরাধ ও দুর্নীতি

বিজ্ঞানী পরিচয়ে কোটি কোটি টাকা, জমি আত্মসাতের অভিযোগে মূল হোতাসহ আটক ১৬

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৬ জুন, ২০২১ ১৬:৪২:২৪

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদকঃ বিজ্ঞানীর ভূয়া পরিচয় দিয়ে কোটি কোটি টাকা ও জমি আত্মসাতের অভিযোগে মূল হোতসহ সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুলসহ ১৬ জনকে আটক করেছে র‍্যাব-১।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বুধবার (১৩ জুন) বিকেলে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা ও টাঙ্গালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে অস্ত্র-মাদক জব্দ করা হয়েছে।

এএসপি ইমরান বলেন, আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর ভুয়া পরিচয়ে স্ব-উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও  জমি আত্মসাৎ করেছে ভূয়া বিজ্ঞানি সাইফুল ও তার সহযোগীরা।

এ ঘটনায় রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য ( ০)





  • company_logo