• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে দুই চাঁদাবাজের কারাদন্ড

  • সমগ্র বাংলা
  • ১৫ জুন, ২০২১ ১৭:০২:৩৯

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):  প্রতিনিধ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কপথে নিরীহ অটোবাইক চালকদের অপরাধমূলক বলপ্রয়োগ করে চাঁদাবাজির দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পৌর সদরের মহাসড়কে চাঁদাবাজির সময় উপজেলার চরহোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে শরীফ(৩৫) ও চরশিহারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তাইজুল ইসলাম(২২) কে আটক করা হয়। পরে অপরাধ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন দুইজনকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

জানা গেছে, চাঁদাবাজিতে অতীষ্ট হয়ে অটোচালকরা প্রতিকার চেয়ে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন। পরে চাঁদাবাজি বন্ধ রাখতে ইউএনওর পক্ষ থেকে শহরে মাইকিংও করা হয়। এর অন্যথা হওয়ায় গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, চাঁদাবাজির দায়ে দন্ডিতদের জেলা কারাগারে পাঠানো হবে। 

মন্তব্য ( ০)





  • company_logo