• অপরাধ ও দুর্নীতি

পেটের ভেতর ইয়াবার চালান নিয়ে এসে বিমানবন্দরে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৫ জুন, ২০২১ ১৬:৩৪:৫৭

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার থেকে পেটের ভেতরে করে ইয়াবার চালান নিয়ে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে ধরা পরেছেন মোহাম্মদ শহীদুল্লাহ (৪২) নামের একজন মাদক চোরাকারবারী।

বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক মঙ্গলবার (১৫ জুন) বিকেলে জানান, কক্সবাজার থেকে বিমানবন্দরে রাত ৮টায় আগত সন্দেহজনক যাত্রী শহীদুল্লাহকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এক্সরে পরীক্ষা করার পর অভিযুক্তের পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হয়। তারপর তাকে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৫৮ টি পুটলি বের করে আনা হয়। 

গ্রেফতার হওয়া ওই যাত্রী মাদক চোরাকারবারীর বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। পার পাকস্থলী থেকে ৫৮ টি পুটলিতে ২ হাজার ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গ্রেফতার হওয়া ওই মাদক চোরাকারী 

কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগেই ইয়াবাগুলো তিনি গিলে পাকস্থলীতে ঢুকিয়ে ফেলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo