• সমগ্র বাংলা
  • লিড নিউজ

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৮

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৫ জুন, ২০২১ ১৩:১২:০৯

প্রতীকী ছবি

 লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও ৬ জন।গত সোমবার(১৪ জুন) সন্ধ্যায় রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল (২৫ )  নামে এক যুবক মারা যান। এর আগে শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের কিসামত মদাতী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাইফুল উপজেলার মদাতী ইউনিয়নের কিসামত মদাতী এলাকার সামছুল হকের ছেলে।এ ঘটনায় নিহতের বাবা সামছুল ইসলাম সোমবার বিকেলে ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় দুই দফায় পুলিশ আট জনকে গ্রেফতার করে।জানা গেছে, উপজেলার  মদাতী ইউনিয়নের কিসামত মদাতী মৌজার ১৭ শতাংশ জমি নিয়ে  দীর্ঘদিন ধরে ওই এলাকার সামছুল হকের সঙ্গে আজগর আলী হাজীর বিরোধ চলছিল।

এরই এক পর্যায় গত শনিবার ১২ জুন ওই জমি জমার বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে আজগর হাজীর লোকজনের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ৭ জন গুরুতর আহত হন। এসময় একটি টিনের চালায় আগুন ধরারও ঘটনা ঘটে।স্থানীয়রা সংঘর্ষের বিষয়টি পুলিশকে জানালে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করান।আহতদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে সাইফুল ইসলাম মারা যান।এ  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo