• সমগ্র বাংলা

কুড়িগ্রামে শিশু অধিকার বাস্তবায়নে গণজবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ১৪ জুন, ২০২১ ১৭:৪৬:৩২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে শিশু অধিকার বাস্তবায়নে গণজবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের শালমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বেরুবাড়ি ইউনিয়ন এনসিটিএফ (জাতীয় শিশু টাস্কফোর্স) এর সভাপতি শিশু জেসমিন খাতুনের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, নাগেশ্বরী পৌরমেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সায়িফ জামান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পলাশ চন্দ্র মন্ডল, বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।

প্লান ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায়, সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি এনজিও সলিডারিটি সংলাপের আয়োজন করে। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের কাছে স্থানীয়রা শিশুরা বর্তমান শিশু অধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে। পরে ইউনিয়নে বাল্যবিয়ে পরিস্থিতি, যোগোযোগ সমস্যা, করোনা সম্পর্কে অবহেলা, শিশুদের প্রবেশাধিকার বিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo