• গণমাধ্যম

টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির উদ্যোগে আলোচনা সভা 

  • গণমাধ্যম
  • ১২ জুন, ২০২১ ১৮:২৭:৩২

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিককতায় চ্যালেঞ্জ ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন শুক্রবার রাত ৮ টার থেকে গভীর রাত ১২ টার দিকে শেষ হয়। পৌর এলাকার হোটেল মিলকী রিসোর্টের হল রুমে টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি পিকলু দত্তের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছৈয়দ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাবেক সহ-সভাপতি তাহের নঈম।

বক্তব্য রাখেন, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো.জুবাইর,টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারী, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির নির্বাহী সদস্য ওবাইদুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হক, সাবেক অর্থ সম্পাদক আবদুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক কায়ছার পারভেজ চৌধুরী, সাবেক সদস্য আবুল আলী, সাংবাদিক মো. শাহীন, টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সামী জাবেদ, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, অর্থ সম্পাদক শমসু উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরফাত সানি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান ঈমন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্য নাহিদুল হাসান নাহিদ, মো. আমিন প্রমুখ। দীর্ঘ আলোচনা সভা শেষে টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কমিটিকে আরও শক্তিশালী করার লক্ষে উপস্থিত সকলের সম্মতিতে পূর্ণ গঠন করা হয়েছে। পুনরায় সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, সহ-সভাপতি পিকলু দত্ত, হাবিবুল ইসলাম হাবিব, সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারী, অর্থ সম্পাদক শমসু উদ্দিন, প্রচার সম্পাদক ওবাইদুর রহমান, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবাইরুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য মো. আমিনকে ঘোষণা করেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির প্রধান উপদেষ্টা ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

সভায় বক্তারা বলেন, দেশের সর্ব দক্ষিণে সীমান্ত শহর টেকনাফ উপজেলার সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দফতরের দূর্নীতি, ঘুষ, বানিজ্য, অনিয়মের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার জন্য টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কলম সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে অঙ্গিকার করেন। 

আমাদের মধ্যে ব্যক্তিগত মতবিরোধ থাকতে পারে তবে সেই মতবিরোধ সংগঠনের উপর বিস্তার যেন করতে না পারে সেই দিকে লক্ষ রাখতে হবে। টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটি অতীতের চেয়ে আরো বেশী শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে হবে।এবং টেকনাফ উপজেলায় জুলুম- নির্যাতনের শিকার মানুষ গুলোর পাশে থেকে অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo