• অপরাধ ও দুর্নীতি

গলদা-বাগদা চিংড়ির ২০ লাখ রেণু জব্দ

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ জুন, ২০২১ ১৩:১০:৪১

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলীতে ২০ লাখ পিস গলদা ও বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বুধবার (৯ জুন) দুপুরে জানান, তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন মাছের আড়তে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২০ লাখ পিস গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা সকিনার খালে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo