• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে চাঁদের গাড়ি থেকে ইয়াবা জব্দ, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৮ জুন, ২০২১ ২০:৪৩:৫৭

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মুক্তার আহমদ (৩৪) নামের একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে।

টেকনাফের স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (৮ জুন) ভোরে ওই মাদক চোরাকারবারীকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক। 

জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজার থেকে একটি চাঁদের গাড়ী ধাওয়া করে স্থল বন্দর এলাকায় ওই গাড়ীটি জব্দ করে টেকনাফের কোস্ট গার্ড স্টেশনের লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে একটি দল।

পরে গাড়িটি তল্লাশি করে পিকআপ চালকের সিটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত গাড়িটি এবং গাড়ির চালক মুক্তার আহমদকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ আলী খালী এলাকার ছৈয়দ আহামদের ছেলে। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন- জব্দকৃত ইয়াবা, ইয়াবা পাচারকারী ও পাচারকার্যে ব্যবহৃত গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

 

মন্তব্য ( ০)





  • company_logo