• অপরাধ ও দুর্নীতি

অভিযানে ইয়াবা মিললেও ধরা পড়েনি কেউ

  • অপরাধ ও দুর্নীতি
  • ০২ জুন, ২০২১ ২০:০১:৫০

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের শাহপুরীর দ্বীপে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে বুধবার (০২ জুন) সকালে তাকে এসব ইয়বা জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, শাহপুরীর দ্বীপে এক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে বস্তা বহন করতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে বাঁশির মাধ্যমে মোটর সাইকেলটি থামার জন্য সংকেত দেওয়া হয়। অতপর কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের পাশে সরু রাস্তায় প্রবেশ করার সময় মটর সাইকেল থেকে বস্তাটি ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo