• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০২ জুন, ২০২১ ১৮:৪৬:৪২

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  মাদক পাচারের গোপন সংবাদে বুধবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বুধবার বিকেলে জানান, ২ জুন বুধবার বেলা ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ রেজাউল ইসলাম এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা নতুন করবস্থানের দক্ষিণ পার্শ্ব হতে মালিকবিহীন ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য-২ লক্ষ ৪০ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo