• স্বাস্থ্য

কটিয়াদীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা

  • স্বাস্থ্য
  • ০২ জুন, ২০২১ ১৪:৪৫:৩৯

ছবিঃ সিএনআই

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (০৫-১৯ জুন) ২০২১ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীনের সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া বিনতে ফারুক,কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, দ্রুব রঞ্জন দাস,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েব খান,হাসনান জোবায়ের কবীর,রিপন দেবনাথ,জাকির হোসেন,স্বাস্থ্য পরিদর্শক মুজিবুর রহমান,বাবু শ্বরদিন্দু ভট্টাচার্য্য,জহিরুল ইসলাম, মতিউর রহমান,সহকারী স্বাস্থ্য  পরিদর্শক বাবু রুপক রায়,স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম,সিএইচসিপি সভাপতি কাজী আনোয়ার হোসেন,বদরুল হায়দার,সাদেকুল ইসলাম,নাজমুল হক অপু প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার,নার্স,সিএইচসিপি, কর্মচারীবৃন্দ।  

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন জানান,০৫ হতে ১৯জুন পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কটিয়াদী উপজেলা জুড়ে চলবে। এ ক্যাম্পেইনে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল লাল রংয়ের ৩২ হাজার ও নীল রংয়ের ৪ হাজার মোট ৩৬ হাজার ক্যাপসুল খাওয়ানো হবে।   

মন্তব্য ( ০)





  • company_logo