• অপরাধ ও দুর্নীতি

রংপুরে ২ কোটি ১৬ লাখ টাকার ব্যান্ডরোলসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৬ মে, ২০২১ ১৬:২১:০৩

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের চায়না মোড় থেকে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যের ব্যান্ডরোলসহ মনতাজুর রহমান (৩৫) ও সিরাজুল ইসলাম (৩৫) নামের দুই জনকে আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। এ সময় তাদের কাছ থেকে ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রংপুরের চায়না মোড় থেকে মাইক্রোবাসের ভেতর থেকে বুধবার (০৫ মে) রাত সোয়া ৯টায় ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যের জাল ব্যান্ডরোলসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যান্ডরোল পরিবহনের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ-১১-৮৫৬৭) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার গোকুল উপজেলার গোকুল সরকার পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মনতাজুর রহমান এবং বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে সিরাজুল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মেট্রোপলিটন থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। সেইসাথে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo