• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার সংযোগ

  • তথ্য ও প্রযুক্তি
  • ০২ মে, ২০২১ ১১:৪৫:৩১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সম্প্রতি নতুন ফিচার যোগ করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় ৭ দিন নাকি ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ মুছে ফেলবেন- এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের খবর প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, বেটা ভার্সনে নতুন একটি ফিচার ইতোমধ্যে যোগ করা হয়েছে। পরীক্ষা শেষ হলে সব ব্যবহারকারীর কাছে যাবে।

পাঠানো বার্তা এক সপ্তাহের মধ্যে অদৃশ্য করার ফিচার হোয়াটসঅ্যাপে আগে থেকেই ছিল। অনেকে তার আগেই মেসেজ মুছে ফেলতে চান। তাই ২৪ ঘণ্টার একটা অপশন আনতে চাইছে কোম্পানিটি।

সংশ্লিষ্টদের ধারণা ছিল, দুটি অপশনের একটি থাকবে। তবে এখন দুটি অপশনই রাখতে পারে হোয়াটসঅ্যাপ।

ওয়াবেটাইনফোর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ অদৃশ্য করার ফিচার ব্যবহারকারীদের বাড়তি সুরক্ষা দেবে।

মন্তব্য ( ০)





  • company_logo