• প্রশাসন

চট্টগ্রামে থানায় ফোন দিলেই পুলিশ গিয়ে পৌঁছে দিবে অক্সিজেন

  • প্রশাসন
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৫:০১:৩৬

ফাইল ছবি

মোহাম্মদ তারেক, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ মহামারি করোনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম বলতে গেলে অক্সিজেন। সংকট হলেই বুঝা যায় তার মূল্য কতটুকু, ভারতেও  চলতেছে অক্সিজেনের হাহাকার। কারণ করোনা রোগী সংক্রমিত হওয়ার পর পরেও শুরু হয় শ্বাসকষ্ট তাই করোনায় ২য় ঢেউকে প্রতিহত করতে মানুষের ব্যক্তিগত প্রস্তুতির পাশাপাশি এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চালু করে ফ্রি অক্সিজেন সেবা। নির্দিষ্ট নাম্বার ফোন করলেও বিনামূল্যে অক্সিজেন পৌঁছে যাবে ঘরে ঘরে।

গতকাল এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশ চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার ১৬ থানায় অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। যে কারো প্রয়োজনে নিকটবর্তী থানায় ফোন দিলেই পুলিশ গিয়ে পৌঁছে দিবে অক্সিজেন। তবে এর জন্য কোন মূল্য পরিশোধ করতে না হলেও প্রয়োজন হবে ডাক্তারের প্রেস্ক্রিপশন/নির্দেশ। যোগাযোগের জন্য নিম্নের নাম্বার সরাসরি ফোন দেওয়ার জন্য বলেছে ওসি মহসীন ০১৩২০০৫২৭৪৯ । 

মন্তব্য ( ০)





  • company_logo