• বিশেষ প্রতিবেদন

রংপুরে লকডাউনের প্রভাব নেই

  • বিশেষ প্রতিবেদন
  • ২৭ এপ্রিল, ২০২১ ১২:৩৮:০৭

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: সরকারী নিদের্শনা অনুযায়ী লকডাউনে রংপুর মহানগরীর শপিংমল ও বাজারসহ রাস্তায় চলাচলে কেউ স্বাস্থ্যবিধি ও মাস্ক পড়ছেন না।মানছেন না সরকারী কেন নিদের্শনা।অবাধে চলাচল করে রাস্তা আর হাটবাজারে।পরিস্থিতি ও স্বাভাবিক দেখা গেছে আগের মতো।

মঙ্গলবার(২৭ এপ্রিল)সকাল থেকেই রংপুর মহানগরী জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স,জেলা পরিষদ সুপার মার্কেটসহ নগরীর সব ছোটবড় শপিংমল ব্যবসায়ী,ক্রেতা অনেকেই মাস্ক ও স্বাস্থ্যবিধি মানছেন না।তবে সকালেল দিকে শপিং মলগুলোতে গ্রাহকের উপস্থিতি ছিল কম।তবে মাছের আড়ত,সিটি বাজার,ধাপ বাজারসহ সব খানেই দেখা গেছে ক্রেতা-বিক্রেতায় উপচে পড়া ভিড়।

কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।কারো মুখে মাস্ক নেই আর থাকলেও তা অর্ধেক পড়া মাস্ক।অন্যদিকে প্রধান সড়কসহ অলিগলির রাস্তা হাজার হাজার রিকশা,অটো রিকশা, মোটরসাইকেল ও সাইকেলে ও ব্যাক্তিগত গাড়ির দখলে চলে যায়।মেটোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন প্রান্তে চেক পোস্ট বসিয়েও কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না যানবাহন চলাচলে।মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঢুকে পড়েছেন নগরীতে।সামাজিক দুরত্বের কোন বালাই নেই।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ(ডিবি)কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান,স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বসহ মাস্ক পড়া এই সব বিষয় মানতে হবে সাধারন মানুষকে।এ্ই করোনা সংক্রামণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সচেতন ও মাস্ক পরিধান করতে হবে।তবে পুলিশ সব সময় সাধারন মানুষকে সরকারী নির্দেশ মান্য করার জন্য প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে।তাই ঘরে থাকুন মাস্ক পড়ুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন,নিজেকে নিরাপদ রাখুন। 

মন্তব্য ( ০)





  • company_logo