• অর্থনীতি

শেরপুরে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • অর্থনীতি
  • ২৬ এপ্রিল, ২০২১ ১৩:২৪:৫০

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধিঃ   শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। ইতোমধ্যে ওই ধান কাটা শুরুও হয়েছে। বর্তমানে উপজেলার সর্বত্র বোরো ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষান ও কৃষানীরা। মাঠে মাঠে চলছে এখন বোরো ধান কাটাও মাড়াই কাজের ধুম। ফলন ভাল হওয়ায় কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ১৩ হাজার ১৬২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো আবাদ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। এবার প্রতি একর জমিতে ৫০ থেকে ৮০ মণ ধান উৎপাদন হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবির আশা প্রকাশ করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে পারলে বোরো মৌসুমে আশানুরূপ ফলন ঘরে তুলতে পারবে কৃষকরা। 

মন্তব্য ( ০)





  • company_logo