• অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে নগদ টাকা সহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার   

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৮ এপ্রিল, ২০২১ ১৪:৪১:০৪

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া জুয়া খেলার আসর হতে নগদ টাকা'সহ ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পশ্চিম আকুরটাকুর পাড়া এসএস যুব সংঘ ক্লাবের ভিতর থেকে ১৮ এপ্রিল রবিবার ভোরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

টাঙ্গাইল র‍্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত জুয়ারীরা হলো ১। মোঃ দুলাল মিয়া (২৫), পিতা- মৃত- দেলু মিয়া, সাং- বেড়াডোমা,  ২। মোঃ সোহেল মিয়া (৩০), পিতা- মোঃ আবলু কাশেম, সাং- বেড়াডোমা, ৩। মোঃ আমিনুল ইসলাম (২৫), পিতা- মৃত- ইমান আলী, সাং- মইশা নন্দলাল, ৪। মোঃ উসমান গনি (২৮), পিতা- মোঃ ইমান আলী, ৫। মোঃ ফিরোজ মিয়া (৪৮), পিতা- মৃত- কদম আলী, ৬। মোঃ রিফাত মিয়া (১৯), পিতা- মোঃ সুজন মিয়া, ৭। আঃ রহমান (২৫), পিতা- মোঃ ফজল বেপারী, ৮। মোঃ রানা মিয়া (২৬), পিতা- মৃত- উমর আলী, ৯। মোঃ ইমন মিয়া (২০), পিতা- মোঃ আবুল হোসেন, ১০। শ্রী রিপন চুহাংগ (২০), পিতা-শ্রী দুলাল চুহাংগ, ১১। মোঃ আমিন মিয়া (২৪), পিতা- মোঃ হযরত বেপারী, ১২। মোঃ শাকিল মিয়া (২৮), পিতা- মোঃ আঃ রাজ্জাক, ১৩। মোঃ শাওন মিয়া (১৯), পিতা- মোঃ আঃ রাজ্জাক, সর্ব সাং- পশ্চিম আকুর টাকুর পাড়া, থানা- টাঙ্গাইল সদর ও জেলা- টাঙ্গাইলগণদেরকে এক বান্ডেল তাস এবং জুয়া খেলার নগদ ১১,৭৩০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় নিজেরা তাস ও টাকা দ্বারা জুয়া খেলিয়াছে মর্মে স্বীকার করে। আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo