• আন্তর্জাতিক

ভারতে এবার ঘটল টিকা চুরি

  • আন্তর্জাতিক
  • ১৬ এপ্রিল, ২০২১ ১১:৩৯:০৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারিকালে অনুদান কিংবা ত্রাণের চাল চুরি, তেল চুরির ঘটনা নতুন নয়। তবে এবার তেল কিংবা চাল নয়, করোনার সংক্রমণ নিরোধক টিকা চুরির ঘটনা ঘটেছে।

সম্প্রতি রাজস্থানের জয়পুরের শাস্ত্রীনগরের কানওয়াতিয়া হাসপাতালে টিকা চুরির ঘটনাটি ঘটে। ৩২০ ডোজ ভারত বায়োটেকের কোভ্যাকসিন চুরি হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর রুজু করেন।

শাস্ত্রীনগর থানার এসএইচও দিলীপ সিং বলেন, মোট ৩২ শিশি ভ্যাকসিন চুরির খবর পেয়েছি। প্রতিটি শিশিতে ১০টি করে ডোজ ছিল বলে জানা গেছে। কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিলে এই কাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

এ ঘটনায় সেখানকার বিরোধীদল বিজেপি জানিয়েছে, সরকারি গাফিলতিতেই এই ঘটনা ঘটল। আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি।

দেশের একাধিক রাজ্য থেকে অভিযোগ উঠছে, তাদের হাতে পর্যাপ্ত টিকা নেই। এই পরিস্থিতিতে টিকা চুরি যাওয়া অত্যন্ত দুঃখজনক। মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে অনেক টিকাদান কেন্দ্র ভ্যাকসিনের অভাবে বন্ধ করে দিতে হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo