• আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারি

  • আন্তর্জাতিক
  • ১৫ এপ্রিল, ২০২১ ১৫:৩৬:৪৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারি করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। করোনার গতি রোধ করতেই কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে আগে পরিকল্পনা করা হয়েছে এমন ক্ষেত্রে প্রয়োজনীয় কাজের অনুমতি দেয়া হবে। অডিটোরিয়াম, শপিংমল, জিম এবং স্পা বন্ধ রাখা হবে। তবে সিনেমা হলগুলোতে ধারণ ক্ষমতার এক তৃতীয়াংশ লোকজনের অংশগ্রহণে অনুমতি দেয়া হয়েছে।

কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার অনুমতি দেয়া হয়নি তবে হোম ডেলিভারির মাধ্যমে খাবার-দাবার বাড়িতে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। সাপ্তাহিক বাজারের অনুমতি দেয়া হয়েছে তবে এক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে।

এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই কড়াকড়ি আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের ভালোর জন্যই। এর কারণে আপনাদের কিছুটা অসুবিধা হবে। তবে এই কড়াকড়ির মাধ্যমে ভাইরাসের সংক্রমণের গতি কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

তিনি বলেন, কারফিউ বা বিধি-নিষেধ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েকদিনের মধ্যেই আবার সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে এটাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় একশোর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সেখানে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫০ হাজার ৭৩৬।

করোনা সংক্রমণে শুধু দিল্লি নয় পুরো ভারতজুড়েই বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। দেশটিতে নতুন করে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড।

এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।
 

মন্তব্য ( ০)





  • company_logo