• সমগ্র বাংলা

চরফ্যাশনে মাথাবিহীন দু’টি দগ্ধ অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ০৮ এপ্রিল, ২০২১ ১৬:২৬:৪৭

ফাইল ছবি

চরফ্যাশন ( ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলার আসলামপুর সুন্দুরী ব্রীজ সংলগ্ন মানুষ বিহীন( ছাড়া বাড়িতে) মাথা বিহীন দু’টি অজ্ঞাত দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুুরেআসলামপুর ইউনিয়নের আসলামপুর সাবেক ৭নম্বার ওয়ার্ডের শেষে সীমানা ছাড়া বাড়িতে এই লাশ দুইটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীরা।তাৎক্ষনিক চরফ্যাশন থানা পুলিশ ও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হোসেন গিয়ে পেন্টের
পকেটে থাকা দুটি পোড়া মোবাইলসহ আলামত সংগ্রহ করেন।

এদিকে এই ঘটনার প্রাথমিকভাবে কোন ক্লু জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দুরী খালের উপর ব্রী সংলগ্ন ভূইয়া বাড়ির একটি ছাড়া বাড়ির পাশ দিয়ে কৃষকেরা মাঠে যাওয়ার সময় একজনের গায়ের উপর আরেক জনের মাথা বিহীন পোড়া লাশ দেখতে পায়। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে বুধবার রাতে যে কেন সময়ে খূনিরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা স্থল এলাকার আশপাশে কোন বসতি ঘরবাড়ি নেই ফলে নির্জন বাড়ি পেয়ে খূনিরা তাদের হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যায়।পরে দেহ দুটি আগুনে পুড়িয়ে দেয়।

পৌরসভা ৯নম্বার ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মনজু বলেন,দুপুরের দিকে ঘটনাস্থল থেকে আমাকে লাশের কথা জানালে আমি চরফ্যাশন থানা পুলিশ ও পৌর মেয়র মোরশেদ ভাইকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে একটি পোড়া মোবাইল ফোন, একটি ব্যাগ ও জুতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাদেরকে অন্যস্থান থেকে এন এখানে মাথা কেটে শরীরে আগুন ধরিয়ে দিয়ে দূবৃত্তরা মাথা নিয়ে পালিয়ে যায়। চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে পোস্টমর্ডেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করে খূনের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে

মন্তব্য ( ০)





  • company_logo