• সমগ্র বাংলা

 চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

  • সমগ্র বাংলা
  • ০৮ এপ্রিল, ২০২১ ১৪:৪০:১৪

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম জেলা প্রতিনিধি (উত্তর): চট্টগ্রাম নগরীতে পাওনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ও তাদের যন্ত্রণায় অসহ্য হয়ে এক ব্যাংক কর্মকর্তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে আত্মহত্যাকারীর স্ত্রী। আত্মহত্যা করা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোরশেদ চৌধুরী নগরীর পূর্ব মাদারবাড়ির আব্দুল মৌমিন চৌধুরী'র ছেলে। সে আল ফালাহ্ ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।

৭ এপ্রিল (বুধবার) সকালে নগরীর মিনি সুপার মার্কেট সংলগ্ন হিল ভিউ আবাসিক এলাকার নাহার ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদের স্ত্রী জানান, আমার স্বামীর আপন তিন ফুপাতো ভাই তাদের পাওনা টাকা নিয়ে তাকে সবসময় মানসিক টর্চার করতো। বাসায় ১০-১২ জন লোক নিয়ে এসে হামলাও করেছে। রীতিমতো মাত্রাছাড়া এসব মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আমাদের অনুপস্থিতিতে আত্মহত্যা করে পেলেছে। আমাদের এক ১২বছরের সন্তান আজ বাপ হারা হল, আমি বিধবা হলাম, এখন কি হবে আমাদের!

 

মন্তব্য ( ০)





  • company_logo