• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৮ এপ্রিল, ২০২১ ১১:৪৭:২৮

ছবিঃ সিএনআই

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। নিহতরা হলেন,ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদ (৬২) তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২)। এছাড়াও এই ঘটনার আহত হয়েছেন আরও দু’জন। গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ডুংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,উপজেলার ডুংরিয়া গ্রামে জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ  শুরু হয়। এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান,সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo