• অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৭ এপ্রিল, ২০২১ ১৬:২৫:০৬

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে “র‌্যাব-১২, সিপিসি-৩, কর্তৃক ১০০ (একশত) লিটার দেশীয় চোলাই মদ সহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে”। র‌্যাব-১২, সিপিসি-৩  টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৭ এপ্রিল সকাল সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কান্দাপাড়া (রবি দাস পাড়া) কলোনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। 

এসময় ধৃত আসামী  রবি দাস (৩৫), পিতা- মৃত- জয়নাল রবি দাস,  কৈলাস রবি দাস (৩৩), পিতা- মৃত-অন্তু রবি দাস, তুলসী রবি দাস (৪২), পিতা- মৃত- শিবু রবি দাস, সর্ব সাং- কান্দাপাড়া (রবি দাস পাড়া), মোঃ এহসানুল হক মিলন (২৬), পিতা- মোঃ আঃ লতিফ মন্ডল, সাং-পরদিঘুলীয়া, সর্ব থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইলগণকে ১০০ (একশত) লিটার দেশীয় চোলাই মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীগণের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

মন্তব্য ( ০)





  • company_logo