ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বোন অমৃতাও কণ্ঠশিল্পী। এখনো খ্যাতনামা দাদার বক্তব্যের সত্যতা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি। বিন্দুবিসর্গও জানেন না অমৃতা। তিনি গান রেকর্ডিংয়ে ব্যস্ত। একটি গণমাধ্যম থেকে এ খবর প্রথম শুনেছেন তিনি।—এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন অরিজিৎ সিংয়ের বোন অমৃতা সিং। তারপরই শান্ত গলায় এ সংগীতশিল্পী বলেন, দাদার সিদ্ধান্ত। আমি এ নিয়ে কী বলতে পারি?
কিন্তু অমৃতার দাদা যে-সে দাদা নন, গোটা দেশ তার গান কান পেতে শোনেন। তিনি সিনেমায় গান গাওয়া ছেড়ে দেবেন, ভাবা যায়? সামাজিক মাধ্যমে অরিজিতের তরফ থেকে এ খবর ছড়াতেই মন খারাপ শিল্পীর ভক্ত-অনুরাগীদের।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৮টা ২৬ মিনিটে অরিজিৎ সিংয়ের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে— সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ।
এ সংগীতশিল্পী আরও বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি— আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।
এ বিষয়ে অমৃতা সিং বলেন, দেখুন, আমি গান রেকর্ডিং করছিলাম। কিছুই জানি না। খবর কতটা সত্যি বা আদৌ সত্যি কিনা, যাচাই করা দরকার। সেটিও করিনি। তা ছাড়া দাদার কোনো বিষয়ে কি আমার বলা সাজে?
এ সংগীতশিল্পী বলেন, কোনো দিনই অরিজিতের কোনো পদক্ষেপ নিয়ে কখনো মন্তব্য করেননি। এ দিনও করবেন না। পুরোটাই দাদার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি তার মর্যাদা রাখবেন।
যার গান আট থেকে আশির অতি প্রিয়, সেই শিল্পী এত তাড়াতাড়ি এ সিদ্ধান্ত নিলেন, কেন?—এমন প্রশ্নের উত্তরে অমৃতা বলেন, একজন শিল্পী হিসাবে তিনি অরিজিতের এ পদক্ষেপ মেনে নিতে পারছেন? কারণ একদিন না একদিন তো সবই ছাড়তে হবে।
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিমি সেন অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন সেটাও ...
বিনোদন ডেস্ক : দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও ...
বিনোদন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গণে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, আবারও কি ম...
বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও পরিচালক হিসেবে সিনেমা বানাতে প্রস্ত...
বিনোদন প্রতিবেদকঃ ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী...

মন্তব্য (০)