ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের একচেটিয়া বাজারের বাইরে সরবরাহ বাড়াতে সরকার জিটুজি প্রক্রিয়ায় এলপিজি আমদানির চিন্তা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে এলপিজি সিলিন্ডার নিয়ে অব্যবস্থাপনা, বাড়তি দাম এবং সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, বর্তমানে এলপিজি ব্যবসার প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতে এবং মাত্র দুই শতাংশ সরকারি খাতে রয়েছে। যে অংশটি সরকারের হাতে নেই, সেটি পুরোপুরি বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সরকার এলপিজি খাতে আরও বড় ভূমিকা রাখার কথা ভাবছে, যাতে বাজারে ভারসাম্য বজায় রাখা যায়।
তিনি বলেন, বর্তমানে কিছু অতিরিক্ত এলপিজি আমদানি করা প্রয়োজন। এক–দুদিন আগেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত এলপিজি দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।
এলপিজি আমদানি কম হওয়ায় সংকট তৈরি হয়েছে কিনা— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মনে হয় না। কারণ এলপিজি অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজি আমদানির জন্য বেশি এলসি খোলা হয়েছে।
নিউজ ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তি...
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্...
নিউজ ডেস্ক : ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্র...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়...
নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প...

মন্তব্য (০)