ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে চড়া দামে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।
নিলামে ৯ কোটি ২০ লাখে কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অযুহাতে মোস্তাফিজকে আসর থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোর বোর্ড (বিসিসিআই)।
এমন ঘটনার পর একটি টুর্নামেন্টকে ঘিরে নয়, বরং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আজ শনিবার এমন ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেছেন, ‘আমরা সবসময় মনে করি যে ক্রিকেট ভদ্রলোকের খেলা।’
‘আপনি যদি দেখেন বেশিরভাগ সময় আইসিসিকে কে নিয়ে নিয়েছে? আইসিসিকে তো ভারতই নিয়ে নিয়েছে। এটা কেউই বলতে চাচ্ছে না কিন্তু এটাই সত্য। আপনি দেখেন ক্ষমতাশালী ভারতই চালাচ্ছে আসলে আইসিসি।’
রাজিন আরও বলেন, ‘আইসিসি চলে ভারতের কথায়। এভাবে আসলে বিশ্ব ক্রিকেট চলে না। আমার মনে হয় যে আইসিসির এখন চিন্তা করার সময় হয়েছে। সারা বিশ্বের বড় বড় দেশ তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়েছে।’
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ...
স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাব...
নিউজ ডেস্ক : মোস্তাফিজুর রহমান ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছ...
নিউজ ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ...
স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলংকায় অনুষ...

মন্তব্য (০)