ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও একই আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এদিকে, পঞ্চম দিনের মত সারাদেশে চলছে সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে।
এরইমধ্যে বাতিল করা হয় ৩ জনের প্রার্থিতা। সাতক্ষীরা-১ আসনে ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয় এক স্বতন্ত্র প্রার্থীর। কাগজপত্রে ক্রটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন। তবে, তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।
নিউজ ডেস্ক : শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে...
নিউজ ডেস্ক : মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র ...
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ ...
নিউজ ডেস্কঃ সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাত...
নিউজ ডেস্কঃ ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মো. শ...

মন্তব্য (০)