• লিড নিউজ
  • জাতীয়

ধেঁয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুয়াশার চাদরে ঢেকে পড়ছে প্রকৃতি, জেঁকে বসেছে শীত। এরমধ্যে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে। এমন অবস্থায় দেশের দিকে ধেঁয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’।

‎শনিবার রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এটি রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। 

‎এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বেশ সক্রিয় থাকতে পারে। কম সক্রিয় থাকতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়। তবে, দেশের সমগ্র উপকূলীয় এলাকা ও ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে শীত থাকলেও শৈত্যপ্রবাহটি তেমন একটা সক্রিয় থাকবে না। 

‎বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে অপেক্ষাকৃত আগে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

‎এ ছাড়া দিনাজপুর, রংপুর, নিলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে মূল সক্রিয় সময়ে শৈত্যপ্রবাহ বইতে পারে।

‎অপরদিকে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, মানিকগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

‎শৈত্যপ্রবাহ শুরুর প্রথম দুই বা তিনদিন দেশে কুয়াশাবেল্টের দাপট বেশি থাকতে পারে। এরপর কুয়াশাবেল্ট বেশ হ্রাস পেতে পারে ও দেশের অধিকাংশ এলাকায় দিনে মোটামুটি রোদ পাওয়া যেতে পারে।

‎বিডব্লিউওটি ফেসবুক পোস্টে আরও জানায়, শৈত্যপ্রবাহ ‘কনকন’ চলাকালে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে এবং অধিকাংশ এলাকায় রাতে কনকনে ঠান্ডা পড়তে পারে। 

‎ঢাকা শহর ও দেশের উপকূল ঘেসা এলাকায় শৈত্যপ্রবাহ না আসলেও এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে।

মন্তব্য (০)





image

‎হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, ভ...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি...

image

দ্বিতীয় দফায় বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

নিউজ ডেস্কঃ দ্বিতীয় দফায় আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো আর...

image

‎প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ‎

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহ...

image

‎সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হো...

নিউজ ডেস্কঃ হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদ...

image

যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ, দক্ষতা ও যোগ্যতাই কর্মসং...

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা...

  • company_logo